ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে অ্যালকোহল

ডুয়া ডেস্ক : ২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থের’ এই উৎসবের এখনো ৯ বছর বাকি। টুর্নামেন্টে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ। এলবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত জানান, দর্শক-সমর্থকদের সৌদি আরবের সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে। তাই অ্যালকোহল থাকবে না স্টেডিয়ামের আশপাশে। এমনকি কোনো হোটেলেও বিক্রি করা হবে না। কারণ, এই দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ।
যদিও গত বছর অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলা হয়। তবে স্থানীয়দের ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হয় এই নিষেধাজ্ঞা। স্থানীয়দের মতো মুসলিমপ্রধান এই দেশটিতে নিষেধাজ্ঞা মানতে হবে ২০৩৪ বিশ্বকাপ দেখতে আসা দর্শকদেরও।
এলবিসিকে প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ বলেন, এই মুহূর্তে আমাদের ভাবনা হলো, অ্যালকোহলের অনুমতি আমরা দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা হতে পারে। অ্যালকোহল পান করা তো শতভাগ জরুরি নয়। চলে যাওয়ার পর যদি আপনি পান করতে চান, সেটা আপনার ব্যাপার। তবে আমরা এটার অনুমতি দেব না বলেই আপাতত ঠিক করেছি।
গত বছর চাপের মুখে কাতার কিছু জায়গায় অ্যালকোহলের অনুমতি দিলেও সৌদি সেটা করবে না বলে জানিয়েছেন বান্দার আল সাউদ। বিশ্বকাপের জন্য নিজেদের সংস্কৃতি পরিবর্তন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, সব দেশেরই নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতির আওতার মধ্যে সবকিছুকে আমরা স্বাগত জানাব। তবে অন্যদের জন্য তো আমরা আমাদের সংস্কৃতি বদলাতে পারব না।
গত ডিসেম্বরে ঘোষণা করা হয় ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ, যেখানে সৌদি আরব ছিল একমাত্র প্রার্থী। আর ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল।
২৫তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবের পাঁচ শহরের ১৫টি স্টেডিয়ামে। এর মধ্যে রাজধানী রিয়াদেই থাকবে ৮টি স্টেডিয়াম।
বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা ও নিওম। মরুর বুকে শেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে, যেখানে কাতারে আয়োজিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি