ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টে ৬ হাজার কর্মসংস্থানের সুযোগ

২০২৬ জানুয়ারি ০৫ ১২:৫২:৪৫

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টে ৬ হাজার কর্মসংস্থানের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে স্থাপিত নতুন শহর পূর্বাচলকে ঘিরে দেশের ইতিহাসে পুলিশ বিভাগে এক বিশাল সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন শহরকে একটি স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা অঞ্চলে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পুরো পূর্বাচল এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় আনা হবে। এখানে চারটি থানা, ছয়টি পুলিশ ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স স্থাপন করা হবে, যা শহরটিকে সম্পূর্ণরূপে নিরাপত্তা কাঠামোর আওতায় আনবে। এ উদ্দেশ্যে ৬ হাজার ৫২৪টি নতুন পুলিশ পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে, যা একক প্রকল্প হিসেবে দেশের পুলিশ ইতিহাসে নজিরবিহীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাজউকের মাস্টারপ্ল্যান অনুযায়ী ভবিষ্যতে পূর্বাচলে ৩০ থেকে ৪০ লাখ মানুষ বসবাস করতে পারেন। এখানে সরকারি আবাসন, কূটনৈতিক এলাকা, আন্তর্জাতিক মানের বাণিজ্যিক হাব, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা রয়েছে। এই কারণে পরিকল্পনায় এলাকা পুরোপুরি ডিএমপির আওতায় আনা এবং আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি সাড়া এবং সম্ভাব্য সন্ত্রাসী ঝুঁকি মোকাবিলায় এই বিস্তৃত পুলিশ কাঠামো অপরিহার্য। প্রশাসনিক অনুমোদন মিললেই পুরো এলাকা ডিএমপির অধীনে আনা হবে।

পূর্বাচল নতুন শহরে পুলিশের গঠিত কাঠামোতে থাকবে: একটি অপরাধ বিভাগ, একটি গোয়েন্দা বিভাগ, একটি ট্রাফিক বিভাগ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ, একটি পরিবহন বিভাগ, পুলিশ লাইনস, একটি এমআইএস বা আইটি ইউনিট, দুটি অপরাধ জোন, চারটি ট্রাফিক জোন, চারটি থানা, ছয়টি পুলিশ ফাঁড়ি এবং ৪১টি পুলিশ বক্স। প্রস্তাবনায় এই বৃহৎ কাঠামোর জন্য ৬ হাজার ৫২৪টি নতুন পদ এবং বিপুলসংখ্যক যানবাহন অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, “পূর্বাচলকে শুরু থেকেই পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে প্রস্তাবনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এখানে বিপুল জনসংখ্যা বসবাস করবে। সেই দিক বিবেচনা করে এলাকায় ডিএমপির পূর্ণাঙ্গ কাঠামো গঠনের পরিকল্পনা করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রস্তাবনায় ৬ হাজার ৫২৪টি নতুন পদ সৃষ্টির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বর্তমানে প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনার মধ্যে রয়েছে এবং অনুমোদন পেলে ধাপে ধাপে বাস্তবায়িত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত