ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
‘পুরোপুরি প্রস্তুত হয়নি বইমেলা, বিক্রি কম’
ঢাবি প্রতিনিধি: অমর একুশে বইমেলার পর্দা উঠলেও এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি মেলা প্রাঙ্গণ। সব স্টল-প্যাভিলিয়ন এখনো পুরোপুরি প্রস্তত হয়ে ওঠেনি। কিছু স্টলের নির্মাণ কাজ শেষ হলেও আসেনি সব বই। দর্শনার্থীদের আনাগোনা ছিল কম। স্টলে বই তুলতে ও বিক্রি শুরু করতে পারেনি প্রায় শতাধিক প্রকাশনী। তবে খুব দ্রুত মেলা সম্পূর্ণ প্রস্তুত হবে এবং জমে উঠবে বলে প্রত্যাশা আয়োজক সংশ্লিষ্টদের।
সোমবার (০৩ ফেব্রিুয়ারি) মেলার তৃতীয় দিনে সরেজমিনে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ পরিদর্শন করে দেখা যায়, এখনো অনেক স্টল নির্মাণার্ধীন। কেউ কাঠামো তৈরি করছেন, কেউবা বই সাজাতে ব্যস্ত। আবার কালো পর্দা নিয়ে অনেক স্টল ঢেকে রাখা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান অংশের বিভিন্ন স্থানে ময়লা, কাগজ, প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে। বই মেলার নিরাপত্তার স্বার্থে মেলার প্রবেশপথে আর্চওয়ের ব্যবস্থা করার কথা থাকলেও মেলার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট এবং মন্দির গেটে কোনো আর্চওয়ে দেখা যায়নি। এজন্য চেকিং ছাড়াই অবাধে বইমেলার ঢুকতে দেখা যায় দর্শনার্থীদের।
মেলা ঘুরে অনেক স্টলই অপ্রস্তুত দেখা যায়। চলছে এখনো নির্মাণ কাজ। উল্লেখযোগ্য সংখ্যক স্টলের কাজ শেষ হলেও এখনও স্টলগুলোতে তোলা হয়নি বই। আর কিছু স্টলে চলছে বই তোলার কাজ। একদমই প্রস্তুত হয়নি এমন প্রকাশনীর মধ্যে রয়েছে- গ্রাফোসম্যান পাবলিকেশন, নুর কাশেম পাবলিশার্স, আইসিএস পাবলিকেশন, রশিদীয়া লাইব্রেরি, জ্ঞানসঙ্গী প্রকাশন, পাপড়ি, অন্বশর প্রকাশন। এছাড়া পুরোপুরি প্রস্তুত হয়নি উড়কি, জিনিয়াস পাবলিকেশন্স, বিজয় প্রকাশ, ধ্রবপদ, জনান্তিক, পালক, গণপ্রকাশনী, রাবেয়া বুকস, মেঘদূত প্রকাশন, কিংবদন্তী প্রকাশনীর স্টল।
আইসিএস প্রকাশনীর দায়িত্বে নিয়োজিত আরিফ হোসেন বলেন, কিছু কাজ বাকি আছে সেগুলো করছি। আজকের মধ্যে শেষ করতে পারব বলে আশা করছি। কাল থেকে আমরা বই বিক্রি শুরু করতে পারব। আগামী প্রকাশনির বই বিক্রেতা সজিব দেশ রূপান্তরকে বলেন, আজ প্রথম দিন হওয়ায় তেমন ক্রেতা নেই। যারা আসছেন তারাও ঘুরে ঘুরে যাচ্ছেন। হাতেগোনা বই বিক্রি হচ্ছে।
অনন্য প্রকাশনীর বই বিক্রেতা আসাদুজ্জামান বলেন, আজ টুকটাক দুই একটা বিক্রি হচ্ছে। আশাকরি কয়েকদিনের মধ্যে মেলা জমবে। এখনো প্যাভিলিয়নে বই না থাকার বিষয়ে নুর কাশেম পাবলিশার্স এর দায়িত্বে নিয়োজিত আলমগীর জানান, মেলা শুরু হলেও আমরা এখনো বই তোলার মতো প্রস্তুত নয়। আগামী দুই একদিনের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে আশা করছি।
মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, মেলা এখনো অগোছালো। ওয়াশরুম নেই, স্টলে বই নেই, অনেক স্টল এখনো খুলেওনি। তেমন নিরাপত্তাও দেখা যায়নি। বিভিন্ন স্থানে ময়লা জমে আছে। হয়ত কয়েকদিনের মধ্যে সব ঠিক হবে।
এ বিষয়ে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, ‘প্রত্যেকবারই মেলা শুরুর দিকে এমন পরিস্থিতি থাকে। তবে এবার অন্য সময়ের চেয়ে গোছালো মেলা পরিচালনা করার চেষ্টা করছি আমরা। কয়েকটি প্রকাশনীর স্টল এখনো প্রস্তুত হয়নি সেটাও দ্রুত হয়ে যাবে। এছাড়া ধুলোবালিসহ যেসব বিষয় দেখা যাচ্ছে আশাকরি শিগগিরই ঠিক হয়ে যাবে। নিরাপত্তাসহ সব বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি