ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনের পরই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি, জানালেন কারণ

২০২৫ ডিসেম্বর ১১ ২২:০০:০২

নির্বাচনের পরই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি, জানালেন কারণ

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের পরই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন মো. সাহাবুদ্দিন। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নিজেকে ‘অপমানিত’ বোধ করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চলে যেতে আগ্রহী। আমি চলে যেতে চাই।” তবে নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেন, গত প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। এছাড়া তার প্রেস বিভাগকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, “এক রাতে হঠাৎ সব জায়গা থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। এতে ভুল বার্তা যায় যে, হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। আমি এতে অত্যন্ত অপমানিত বোধ করেছি।” তিনি জানান, এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সেনাপ্রধান তাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার ক্ষমতা দখলের কোনো ইচ্ছা নেই এবং তিনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চান।

২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মো. সাহাবুদ্দিন জানান, রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কি না, রয়টার্সের এমন প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকৃতি জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ