ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, পাঁচ মিনিটে দুইবার
নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতের নীরবতা ভেঙে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। দুটিই সিলেট অঞ্চলে উৎপত্তি হওয়া হালকা মাত্রার ভূমিকম্প, যার একটি ছিল ৩ দশমিক ৫ এবং অন্যটি ৩ দশমিক ৩ মাত্রার।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব দাঁড়ায় ২১৬ কিলোমিটার।
এর ঠিক পাঁচ মিনিট পর, রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা। আগারগাঁও পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ২১৭ কিলোমিটার।
গত কয়েক মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এসবের মধ্যে নরসিংদী ও গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী এলাকাই অনেক ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। সবচেয়ে বড় কম্পনটি রেকর্ড করা হয় গত ২১ নভেম্বর, যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। ওইদিন সারা দেশ কেঁপে ওঠে।
এরও আগে ২১ সেপ্টেম্বর সিলেটের ছাতক এলাকায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপর ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার কম্পন, তারপর ২২ নভেম্বর সন্ধ্যায় নরসিংদীর কালীগঞ্জ এলাকায় ৪ দশমিক ২ মাত্রার কম্পন অনুভূত হয়। ২৭ নভেম্বর বিকেলে গাজীপুরের টঙ্গীর ঢালাদিয়া এলাকায় ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
সবশেষ ৪ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ১। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার নিকটবর্তী নরসিংদীর শিবপুর উপজেলার পাটুয়ারপাড় এলাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা