ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার পরিবার ছাড়াও রাজউক মামলায় সাজাপ্রাপ্তরা

২০২৫ নভেম্বর ২৭ ১৪:৩০:০৬

হাসিনার পরিবার ছাড়াও রাজউক মামলায় সাজাপ্রাপ্তরা

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন। একই সঙ্গে তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদকে এক মামলায় পাঁচ বছরের এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে এক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত আরও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার এসব মামলায় রায় ঘোষণা করেন।

শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের প্রত্যেক মামলায় এক লাখ টাকা করে অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হবে। অন্যান্য সিনিয়র সরকারি কর্মকর্তা ও রাজউকের সাবেক সদস্যদের সাজাও মামলার গুরুত্ব অনুযায়ী নির্ধারিত হয়েছে।

রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা ১৫ বছরের কারাদণ্ড পেয়ে থাকলেও রাজউকের সহকারী পরিচালকরা এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন। সাবেক সচিব, পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদেরও এক থেকে আঠারো বছরের মধ্যে সাজা দেওয়া হয়েছে।

এই মামলার আসামিদের মধ্যে খুরশীদ আলম আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অযোগ্য হলেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে প্লট বরাদ্দ নিয়েছেন।

দুদক প্রসিকিউটর জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট নন এবং প্রত্যাশা করেছিলেন সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দেওয়া হতো। তারা হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মামলায় আরও উল্লেখ্য, পূর্বে ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ ও আদালত-৪ পৃথকভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তানদের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য এবং রাজউকের কর্মকর্তাদেরও আসামি করা হয়।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত