ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

নেত্রকোনার মদনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে ছাই

২০২৫ নভেম্বর ২৬ ১৮:৫৯:১০

নেত্রকোনার মদনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার মদন পৌর এলাকায় বুধবার (২৬ নভেম্বর) সকালে মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।

মদন দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, তবে আগুনের তীব্রতার কারণে দুই ঘণ্টা সময় লাগলেও মার্কেটের ৪০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামছুল আলম শাহ জানান, অগ্নিকাণ্ডটি শর্ট সার্কিট থেকে শুরু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ কোটি টাকার মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত