ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

১৭ হাজার কোটি টাকা ঘাটতির মধ্যেই এনবিআরের লক্ষ্য বাড়াল সরকার

২০২৫ নভেম্বর ২৪ ২১:৫০:১৯

১৭ হাজার কোটি টাকা ঘাটতির মধ্যেই এনবিআরের লক্ষ্য বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রায় ১৭ হাজার কোটি টাকার ঘাটতি থাকা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঁধে বড় লক্ষ্যের বোঝা চাপানো হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অর্থবছরের মাঝপথে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানোর পরিবর্তে উল্টো বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এনবিআরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার সঙ্গে আরও ৫৪ হাজার কোটি টাকা যোগ করে নতুন লক্ষ্যমাত্রা ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরের বাজেটে এনবিআরকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে গত ২০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক নির্দেশনায় এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে নতুন পরিকল্পনা চাওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এনবিআর ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যেখানে লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। অর্থাৎ শুরুতেই ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। যদিও গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ, তবুও তা লক্ষ্যমাত্রার চেয়ে কম।

সংশোধিত লক্ষ্যমাত্রায় আমদানি ও রপ্তানি শুল্ক খাতে লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪০ কোটি টাকা, যা আগের চেয়ে ১৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি। একইভাবে মূসক (ভ্যাট) ও আয়কর খাতেও লক্ষ্যমাত্রা ২০ হাজার ৩৫০ কোটি টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন ভ্যাট ও আয়কর উভয় খাত থেকেই ২ লাখ ৪ হাজার ৯৮০ কোটি টাকা করে আদায় করতে হবে এনবিআরকে।

উল্লেখ্য, গত এক যুগেরও বেশি সময় ধরে এনবিআর তাদের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে আসছে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা কমানোর পরও বছর শেষে প্রায় ৯২ হাজার কোটি টাকার ঘাটতি ছিল। এমন পরিস্থিতিতে অর্থবছরের বাকি ৮ মাসে বাড়তি এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন এনবিআরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত