ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
১৭ হাজার কোটি টাকা ঘাটতির মধ্যেই এনবিআরের লক্ষ্য বাড়াল সরকার
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রায় ১৭ হাজার কোটি টাকার ঘাটতি থাকা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঁধে বড় লক্ষ্যের বোঝা চাপানো হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অর্থবছরের মাঝপথে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানোর পরিবর্তে উল্টো বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এনবিআরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার সঙ্গে আরও ৫৪ হাজার কোটি টাকা যোগ করে নতুন লক্ষ্যমাত্রা ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে এনবিআরকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে গত ২০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক নির্দেশনায় এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে নতুন পরিকল্পনা চাওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এনবিআর ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যেখানে লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। অর্থাৎ শুরুতেই ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। যদিও গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ, তবুও তা লক্ষ্যমাত্রার চেয়ে কম।
সংশোধিত লক্ষ্যমাত্রায় আমদানি ও রপ্তানি শুল্ক খাতে লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪০ কোটি টাকা, যা আগের চেয়ে ১৪ হাজার ৩০০ কোটি টাকা বেশি। একইভাবে মূসক (ভ্যাট) ও আয়কর খাতেও লক্ষ্যমাত্রা ২০ হাজার ৩৫০ কোটি টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন ভ্যাট ও আয়কর উভয় খাত থেকেই ২ লাখ ৪ হাজার ৯৮০ কোটি টাকা করে আদায় করতে হবে এনবিআরকে।
উল্লেখ্য, গত এক যুগেরও বেশি সময় ধরে এনবিআর তাদের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে আসছে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা কমানোর পরও বছর শেষে প্রায় ৯২ হাজার কোটি টাকার ঘাটতি ছিল। এমন পরিস্থিতিতে অর্থবছরের বাকি ৮ মাসে বাড়তি এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন এনবিআরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: কবে, কোথায়, কখন-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে