ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

পুরান ঢাকার কেমিক্যাল কারখানা দ্রুত সরানোর তাগিদ পরিবেশ উপদেষ্টার

২০২৫ নভেম্বর ২৪ ১৮:১৬:০১

পুরান ঢাকার কেমিক্যাল কারখানা দ্রুত সরানোর তাগিদ পরিবেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার ঘনবসতি, যত্রতত্র গড়ে ওঠা কেমিক্যাল কারখানা এবং বিল্ডিং কোড না মানার সংস্কৃতি এলাকাটিকে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বড় ধরনের বিপর্যয় এড়াতে অবিলম্বে এসব কারখানা নিরাপদ স্থানে স্থানান্তর এবং ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ভবিষ্যতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে শুধু রাজউক একাই যথেষ্ট নয়, সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। জননিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত ভবনের ঝুঁকি নিরূপণে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপের ক্ষমতা থাকা প্রয়োজন।

তিনি আরও প্রস্তাব করেন, সরকারি সংস্থার পাশাপাশি থার্ড পার্টির মাধ্যমে দ্রুত রিস্ক অ্যাসেসমেন্ট এবং স্থানীয়দের সহায়তায় জরিপ কার্যক্রম চালানো উচিত। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতির সমালোচনা করে তিনি বলেন, অপেক্ষা করার সুযোগ নেই; আতঙ্কিত না হয়ে সঠিক রোডম্যাপ অনুযায়ী কাজ শুরু করতে হবে।

সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত