ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

যে ৩ ধরনের ফোন বন্ধে কঠোর অবস্থানে সরকার

২০২৫ নভেম্বর ২০ ২২:০৫:৩৬

যে ৩ ধরনের ফোন বন্ধে কঠোর অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক:অবৈধ মোবাইল ফোন ও নকল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে। তবে সাধারণ গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১৯ নভেম্বর) এক ফেসবুক বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমানে সাধারণ মানুষের হাতে থাকা সচল ফোনগুলো বন্ধ হবে না। এমনকি ১৬ ডিসেম্বরের আগে কেনা অনিবন্ধিত ফোনও চালু থাকবে।

যে ৩ ধরনের ফোন বন্ধ হবে:

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ১৬ ডিসেম্বরের পর থেকে মূলত তিনটি নির্দিষ্ট ক্যাটাগরির ফোনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এগুলো হলো:

১. অবৈধভাবে আমদানিকৃত ফোন,

২. চোরাচালানের মাধ্যমে আনা ফোন, এবং

৩. ক্লোন বা নকল আইএমইআই (IMEI) যুক্ত ফোন।

নির্ধারিত সময়ের পর এই ধরনের ফোন নেটওয়ার্কে যুক্ত হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

রেজিস্ট্রেশন ও প্রবাসীদের জন্য বার্তা:

পোস্টে তিনি গ্রাহকদের নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের পরামর্শ দেন। প্রবাসীদের বিষয়ে তিনি জানান, নিয়ম মেনে বিদেশ থেকে এক বা দুটি ফোন শুল্কমুক্ত সুবিধায় আনা যাবে এবং তা সহজেই নিবন্ধন করা যাবে। তবে দুইয়ের অধিক ফোনের ক্ষেত্রে এনবিআরের প্রযোজ্য ফি ও নিয়ম মানতে হবে। সরকার হ্যান্ডসেট রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে কাজ করছে।

এছাড়া, লাগেজ পার্টি ও সীমান্ত চোরাচালান বন্ধ করে বৈধ পথে আসা মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ