ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

খেলোয়াড়দের হোটেল ছাড়ার যে ব্যাখ্যা দিল রাজশাহী

২০২৫ জানুয়ারি ২৯ ১৫:৩৪:৫৮
খেলোয়াড়দের হোটেল ছাড়ার যে ব্যাখ্যা দিল রাজশাহী

ডুয়া ডেস্ক : একের পর এক অভিযোগ উঠছে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। খেলোয়াড়দের পারিশ্রমিক সমস্যার সমাধান হয়নি, হোটেল ভাড়া বাকি রেখেও সমালোচিত হয়েছে তারা। এবার শোনা যাচ্ছে, খরচ বাঁচাতে ঢাকায় বাসা থাকা খেলোয়াড়দের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছে।

বিপিএলে লিগ পর্বের ১২ ম্যাচই খেলে ফেলেছে দুর্বার রাজশাহী। এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা দলটি প্লে-অফের লড়াইয়ে এখনও টিকে আছে। শেষ পর্যন্ত তারা প্লে-অফে জায়গা করে নিতে পারবে কি-না, তা জানা যাবে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি)। ততদিন পর্যন্ত রাজশাহীর ক্রিকেটারদের বিশ্রাম।

খেলা না থাকলেও এই সময়টায় ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের একসঙ্গেই টিম হোটেলে থাকার কথা। কিন্তু নানান কেলেঙ্কারির জন্ম দেয়া ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ–ঢাকায় যে ক্রিকেটারদের বাসা আছে তাদের টিম হোটেল ছেড়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

কিন্তু রাজশাহীর মালিকপক্ষের দাবি, এই অভিযোগ সত্য নয়। বরং এই ক্রিকেটারদের অনুরোধেই তাদের তিন দিনের ছুটি দেয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে গণমাধ্যমে বিবৃতিও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে বলা হয়েছে, 'কয়েকজন ক্রিকেটারের অনুরোধের প্রেক্ষিতে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট তাদের তিনদিনের ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুরধ মূলত ঢাকায় বাস করা ক্রিকেটারদের ছিল। তবে যারা ঢাকার বাইরে বসবাস করে, তারা বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে ঢাকায় টিম হোটেলেই অবস্থান করছেন। যাদের ঢাকায় বাসা আছে তারা চাইলেও যখন ইচ্ছা হোটেলে চেক-ইন করতে পারবেন।'

আরও বলা হয়েছে, 'চলমান বিপিএলে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে এরই মধ্যে লিগ পর্বের খেলা শেষ করেছে রাজশাহী এবং পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এই দলটার প্লে-অফে জায়গা করে নেয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে এবং ফ্র্যাঞ্চাইজিটি অপরাপর ফ্র্যাঞ্চাইজির লিগ পর্যায়ের খেলা শেষের অপেক্ষা করছে।'

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে