ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
ঢাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে AI-চালিত জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো একাডেমিয়া ও শিল্পখাতের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) আয়োজনে ঢাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম AI-Powered National Innovation Challenge -VisionX 2025 জাতীয় প্রতিযোগিতা।
আগামী শনিবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড, উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান। এতে সারাদেশের সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ৩৫টিরও বেশি টিম অংশগ্রহণ করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে VisionX 2025 প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় আরও উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।
এই জাতীয় প্রতিযোগিতার টাইটেল স্পনসর হলো ইউএস- বাংলা এয়ারলাইনস, এবং প্লাটিনাম স্পনসর হিসেবে সহযোগিতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঢাকা পোস্ট।
প্রতিযোগিতা দুটি মূল ট্র্যাকে অনুষ্ঠিত হবে Business Idea Presentation, যেখানে অংশগ্রহণকারীরা তাদের ১৯টি AI প্রযুক্তি ভিত্তিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবেন। অপরদিকে Project Showcasing-এ প্রদর্শিত হবে ২২টি উদ্ভাবনী AI প্রযুক্তিনির্ভর সমাধান।
প্রত্যেক ট্র্যাকের জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা আছে চ্যাম্পিয়ন দলের জন্য ১ লক্ষ টাকা ও ইউএস- বাংলা এয়ারলাইনস সৌজন্যে ২ দিনের ব্যাংকক ভ্রমণ, প্রথম রানার-আপ দলের জন্য ৮০ হাজার টাকা ও কক্সবাজার ভ্রমণ, এবং দ্বিতীয় রানার-আপ দলের জন্য ৫০ হাজার টাকা ও কক্সবাজার ভ্রমণ।
চূড়ান্ত রাউন্ডের দিনই আয়োজিত হবে বিশেষ প্যানেল আলোচনা যার শিরোনাম- "Impact of Artificial Intelligence on the Socio-Economic Growth of Bangladesh"। আলোচনাটি পরিচালনা করবেন ঢাবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।
প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ও সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. এম. সোহেল রহমান, বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. কায়সার হামিদ, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আনোয়ার উদ্দিন এবং BdREN এর সিইও জনাব মোহাম্মদ তৌরিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, গেস্ট অফ অনার হিসেবে থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করবেন ঢাবির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
বিকেলে Award Giving & Closing Ceremony অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা