ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

হটাৎ পদত্যাগ করলেন মোহাম্মদ সালাউদ্দিন, নতুন ব্যাটিং কোচ কে?

২০২৫ নভেম্বর ০৫ ১৩:৩১:১৪

হটাৎ পদত্যাগ করলেন মোহাম্মদ সালাউদ্দিন, নতুন ব্যাটিং কোচ কে?

সরকার ফারাবী: ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে টানা হোয়াইটওয়াশের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি আর জাতীয় দলের সঙ্গে থাকছেন না বলে নিশ্চিত করেছেন বিসিবি সূত্র।

২০২৪ সালের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে ঠিক এক বছর পূর্ণ হওয়ার দিনেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বোর্ডে।

ডেভিড হেম্পের বিদায়ের পর সালাউদ্দিনকে ব্যাটিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয়। তবে সাম্প্রতিক ব্যর্থতা এবং ব্যাটিং লাইনআপের ধারাবাহিক ভরাডুবি নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে সেই চাপ ও পারফরম্যান্স বিবেচনায় রেখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই কোচ।

এদিকে বিসিবি নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে। তিনি আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ