ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

এনসিপি মেনে নিল ‘শাপলা কলি’

২০২৫ নভেম্বর ০২ ১৭:৪৮:৩১

এনসিপি মেনে নিল ‘শাপলা কলি’

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে নির্বাচন কমিশনের নতুন সংযুক্ত প্রতীক ‘শাপলা কলি’ গ্রহণ করতে সম্মত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা পরিচিত হয়েছে, সেখানে এবার কলিও যুক্ত হচ্ছে। দল এটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

এনসিপি নেতা পাটওয়ারী উল্লেখ করেন, আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকের সঙ্গে ধানের শীষ প্রতীকের ‘হাড্ডাহাড্ডি’ প্রতিযোগিতা হবে। তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেন, ৭২ সালে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে একটি দল একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, এবং তারা বিভিন্ন দলকে প্রতীক বিক্রির মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এ প্রক্রিয়ার বিপরীতে নির্বাচন কমিশন যেসব উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা চলছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এনসিপি শাপলার বিষয়েই অনড় থাকলেও বৃহত্তর স্বার্থ বিবেচনা করে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ইসির স্বেচ্ছাচারী আচরণের বিষয়টিকে দেশের সামনে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন।

এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। দলের সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক খালে খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে কমিশনের সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করে। যদিও তাৎক্ষণিকভাবে এনসিপি শাপলা প্রতীকের পক্ষে অনড় ছিল, কিছু নেতার অভিযোগ ছিল যে ‘শাপলা কলি’ দিয়ে ইসি দলটিকে ছোট বোঝানোর চেষ্টা করছে। এনসিপি ২২ জুন তাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এবং শাপলা, কলম ও মোবাইল ফোন তিনটি প্রতীক প্রস্তাব করে। পরে আগস্ট ও সেপ্টেম্বর মাসে তারা শাপলা প্রতীকের রঙ নির্দিষ্ট করে জানায়।

নির্বাচনি প্রতীকের সংখ্যা ৬৯ থেকে ১১৫ করা হলেও শাপলা প্রথমে বাদ রাখা হয়। এনসিপি এই বিষয়টি নিয়ে ইসির সঙ্গে বিভিন্ন দফা বৈঠক করেন। ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে একটি চিঠি দেন, যাতে ৭ অক্টোবরের মধ্যে অনুমোদিত তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে বলা হয়। শাপলার প্রতি অনড় থাকার কারণে ইসি দলটিকে ১৯ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে নতুন প্রতীক বেছে নেওয়ার জন্য চিঠি পাঠায়।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত