ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নিম্নগতি পেরিয়ে শেয়ারবাজারে উত্থানের ছোঁয়া

২০২৫ অক্টোবর ৩০ ১৫:৫৭:১৮

নিম্নগতি পেরিয়ে শেয়ারবাজারে উত্থানের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুতে পতনের পর শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সূচক কমলেও শেষ দুই দিনে বাজারে দেখা দিয়েছে ইতিবাচক প্রবণতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় ৩০ পয়েন্ট। যদিও সূচক বেড়েছে, লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এখন নতুন করে শেয়ার কেনার চেয়ে বিদ্যমান শেয়ার ধরে রাখার কৌশল নিয়েছেন।

বাজারে এমন স্থিতিশীলতার পেছনে বড় ভূমিকা রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ইতিবাচক বক্তব্য। আগেরদিন বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে কমিশন আগামী দুই মাসের মধ্যে বড় ধরনের বাজার সংস্কারের ঘোষণা দেয়।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বৈঠকে বলেন, “আমরা শেয়ারবাজার সংস্কারের জন্য একযোগে কাজ করছি। মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড বিধিমালা, আইপিও বিধিমালা ও কর্পোরেট গভর্নেন্স নীতিমালাসহ মূল ক্ষেত্রগুলো যুগোপযোগী করা হচ্ছে।” নিয়ন্ত্রকের এমন বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই আস্থা অব্যাহত থাকলে সামনের সপ্তাহগুলোতে বাজারে আরও ইতিবাচক গতি দেখা যেতে পারে।

আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২২.২২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২.৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৭.৭৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪১টির দর বেড়েছে, ৮১টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২৭ কোটি ৫৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৭.৫১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৫.৬৫ পয়েন্ট বেড়েছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত