ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে সাভারে রণক্ষেত্র

২০২৫ অক্টোবর ২৭ ০৯:৪১:২০

ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে সাভারে রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে বিশৃঙ্খল সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১২টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত চলা এই দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সবচেয়ে বেশি ক্ষতি হয় সিটি ইউনিভার্সিটির। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সহায়তা মেলেনি।

ঘটনার সূত্রপাতপ্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খাগান এলাকায় ‘ব্যাচেলর প্যারাডাইস হোস্টেল’-এ একত্রে বসবাস করেন। রোববার সন্ধ্যায় হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু ফেললে তা একটি ড্যাফোডিল শিক্ষার্থীর শরীরে লাগে। এ ঘটনার জেরে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হোস্টেলে হামলা চালায়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ড্যাফোডিলের এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয় এবং সিটি ইউনিভার্সিটির দিকে রণক্ষেত্র তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। রাত ১২টার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীদের অবরোধ করে ভাঙচুর চালায়। এ সময় প্রশাসনিক ভবনের কম্পিউটার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী লুট হয়। তিনটি বাস ও একটি প্রাইভেট কার পুড়ে যায়, এছাড়াও আরও পাঁচটি যানবাহনে ভাঙচুর করা হয়। উত্তেজনার মধ্যে ককটেলও ফাটানো হয়।

সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’

ভোরে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আগুন দেখা গেছে। প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া অব্যাহত থাকে। উত্তেজনার এক পর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত