ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ

২০২৫ অক্টোবর ২৪ ০১:৫৩:০৯

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে যে, সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা ঢাকার আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হবে এবং এটি ৯ নভেম্বর পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করেছে পিএসসি।

এর আগে গত রোববার প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা। এতে আবেদনকারী ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন অংশ নেন, যা মোট আবেদনকারীর প্রায় ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

সরকারি সাধারণ কলেজের জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩০ জন শিক্ষক নিয়োগে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হয়ে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ২০০ টাকা, তবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য ছিল ৫০ টাকা। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছিল ৩২ বছর।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত