ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

দ্বিতীয় দিনের মতো তত্ত্বাবধায়ক সরকার বাতিলের শুনানি চলছে

২০২৫ অক্টোবর ২২ ১০:৩২:৫৯

দ্বিতীয় দিনের মতো তত্ত্বাবধায়ক সরকার বাতিলের শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সুপ্রিম কোর্টে বুধবার (২২ অক্টোবর) তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল শুনানির দ্বিতীয় দিন শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আজকের শুনানিতে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির আবেদন বিবেচনায় নেওয়া হচ্ছে।

শুনানিতে মামলার পক্ষে সংবিধান ও আইনগত ব্যাখ্যা তুলে ধরেন অ‍্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া। রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মামলার প্রেক্ষাপট ও অতীত রায়ের ইতিহাস তুলে ধরে বিভিন্ন দিক থেকে যুক্তি উপস্থাপন করা হয়।

মামলাটির প্রাথমিক পর্যায়ে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছিল। ২০০৪ সালে হাইকোর্ট এই ব্যবস্থাকে বৈধ ঘোষণা করলেও ২০০৫ সালে আপিলের মাধ্যমে আদালতে পুনর্বিবেচনার সুযোগ সৃষ্টি হয়। ২০১১ সালে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর পঞ্চদশ সংশোধনী পাস ও তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত বছরের ৫ আগস্ট বর্তমান সরকারের পতনের পর, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের জন্য আপিল বিভাগে পুনর্বিবেচনার আবেদন করেন। এতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনের আবেদন অন্তর্ভুক্ত।

আজকের শুনানিতে আদালত এই আবেদনগুলো ও প্রাসঙ্গিক আইনগত বিষয়গুলো পুনঃসমালোচনা করছে। মামলাটি দেশের রাজনৈতিক ও সংবিধানিক পরিপ্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত