ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
‘শিক্ষকদের ন্যায্য দাবি না মানলে এমন ঝড় উঠবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে’

নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সাদিক কায়েম বলেন, তাদের দাবি খুবই সামান্য। চিকিৎসার জন্য ভাতা মাত্র ১,৫০০ টাকা। আরে ভাই, ১,৫০০ টাকা কি খুব বেশি? হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, অথচ শিক্ষকদের ন্যায্য দাবির জায়গায় এমন অবহেলা কেন? আমাদের শিক্ষকদের ওপর জুলুম করবেন না, সেই জুলুম আমরা বরদাস্ত করব না। আগুন নিয়ে খেলবেন না। বাংলাদেশের ছাত্রসমাজ এবং আমরা, সবাই শিক্ষকদের পাশে আছি।
তাদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি একেবারেই ন্যায্য। আমি সরকারের প্রতি অনুরোধ জানাই এখনো সময় আছে, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন। না হলে এমন ঝড় উঠবে, এমন আন্দোলন শুরু হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
তিনি আরও বলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ প্রায় অচল হয়ে পড়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাই আমি সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাই, আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে দ্রুত আলোচনা করে কার্যকর পদক্ষেপ নিন।
সাদিক কায়েম বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি শিক্ষকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে আমরা একাত্ম। আমরা তাদের পাশে আছি এবং থাকব। ইনশাআল্লাহ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!