ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনা বনাম মরক্কো বিশ্বকাপ: কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি

২০২৫ অক্টোবর ১৭ ০৮:১৭:৪১

আর্জেন্টিনা বনাম মরক্কো বিশ্বকাপ: কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি

স্পোর্টস ডেস্ক: ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর ভোর। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই প্রতিনিধিত্বশীল দল দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা এবং আফ্রিকার স্বপ্নবাজ মরক্কো।

আগামী সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায়, চিলির রাজধানী সান্তিয়াগোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ শিরোপা লড়াই।

মরক্কোর সামনে ইতিহাস গড়ার হাতছানি

আফ্রিকার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনার দ্বারপ্রান্তে মরক্কো। এই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে চমক সৃষ্টি করেছে দেশটি। দুর্দান্ত লড়াকু মনোভাব ও শৃঙ্খলিত ফুটবলের ফলেই এসেছে এই সাফল্য।

সেমিফাইনালে তারা মোকাবিলা করেছিল ইউরোপের শক্তিশালী দল ফ্রান্সকে। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে মরক্কোর তরুণরা অসাধারণ আত্মবিশ্বাস দেখিয়ে ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এই জয়ে মরক্কো শুধু নিজেদের গর্বিত করেনি, বরং গোটা আফ্রিকা মহাদেশকে দিয়েছে এক নতুন স্বপ্নের জোয়ার।

সপ্তম শিরোপার লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা

অন্যদিকে, ফুটবল ঐতিহ্যে ভরপুর আর্জেন্টিনা ২০০৭ সালের পর আবারও ফাইনালে ফিরেছে। কোচ ডিয়েগো প্লাসেন্টের নেতৃত্বে তারা ১৮ বছর পর শিরোপার দ্বারপ্রান্তে।সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় তরুণ আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭২তম মিনিটে প্রেস্টিয়ান্নির নিখুঁত পাস থেকে সিলভেত্তির গোল এনে দেয় জয়ের স্বস্তি। শেষ দিকে কলম্বিয়া ১০ জনে পরিণত হলেও আর্জেন্টিনা তাদের লিড অটুট রাখে। এবার লক্ষ্য—সপ্তম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ট্রফি জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।

সান্তিয়াগোর রণক্ষেত্রে ইতিহাস না ঐতিহ্য?

সব নজর এখন সান্তিয়াগোর দিকে, যেখানে মুখোমুখি হবে দুই গল্প, দুই স্বপ্ন। একদিকে মরক্কো যারা প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস লিখতে চায়। অন্যদিকে আর্জেন্টিনা যারা তাদের ঐতিহ্য ধরে রেখে সপ্তমবারের মতো বিশ্বজয় দেখতে উদগ্রীব।

২০ অক্টোবর ভোরে এই ম্যাচেই হয়তো জন্ম নেবে ফুটবলের নতুন এক তারকা, শুরু হবে নতুন এক অধ্যায়। প্রশ্ন একটাই আর্জেন্টিনা কি ধরে রাখবে ঐতিহ্যের ধারাবাহিকতা, নাকি মরক্কো লিখবে ইতিহাসের নতুন পৃষ্ঠা?

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত