ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

তারেক রহমানের পক্ষে বিজয়া দশমীতে চিঠি ও গোলাপ বিতরণ

২০২৫ অক্টোবর ০২ ১৯:৩০:২৬

তারেক রহমানের পক্ষে বিজয়া দশমীতে চিঠি ও গোলাপ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বিজয়া দশমীর দিনে ছাত্রদলের নেতাকর্মীরা হাতে লেখা চিঠি ও গোলাপ ফুল বিতরণ করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাবির জগন্নাথ হলে ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনকালে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক এই শুভেচ্ছা কার্যক্রমের নেতৃত্ব দেন। তিনি জগন্নাথ হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, হল সংসদের নির্বাচিত প্রতিনিধি এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় লেখা ছিল, "শারদীয় দুর্গোৎসব আমাদের সংস্কৃতির যৌথ আনন্দের উৎস। ধর্মের ভিন্নতা থাকলেও হৃদয়ের বন্ধনে আমরা এক। আসুন মুসলিম-হিন্দু মিলেই তৈরি করি সম্প্রীতির সেই রঙিন দেশ। সবার আগে বাংলাদেশ।"

এ সময় তরিকুল ইসলাম তারিক বলেন, "আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সেই আদর্শ ও নীতিতে বিশ্বাসী। তাই আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।" তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তারা পূজামণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা তাদের স্বাগত জানিয়েছেন।

মণ্ডপ পরিদর্শনকালে ঢাবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, জুল হোসেন, সদস্য সাব্বির হোসেন, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, শেখ মুজিবুর রহমান হলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত