ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ভূমি মালিকদের জন্য সুসংবাদ: এক ডকুমেন্টেই জমির ৫টি সমস্যার সমাধান

২০২৫ অক্টোবর ০২ ১৮:০৩:৩৩

ভূমি মালিকদের জন্য সুসংবাদ: এক ডকুমেন্টেই জমির ৫টি সমস্যার সমাধান

নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত সমস্যায় আর সরাসরি আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী এখন থেকে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ভূমি মালিকদের জন্য সরাসরি সেবা দেবে। শুধু একজন ভূমি মালিকের কাছে ন্যূনতম বৈধ মালিকানা প্রমাণপত্র থাকলেই (যেমন: দলিল, খতিয়ান, বাটোয়ারা দলিল বা খাজনার রসিদ), তিনি ডিসি অফিসে আবেদন করে নিম্নলিখিত পাঁচটি সমস্যা সমাধান করতে পারবেন:

ডিসি অফিসের মাধ্যমে সমাধানযোগ্য পাঁচটি ভূমি সমস্যা

জবরদখল পুনরুদ্ধার:

যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে, মালিক আদালতের দিকে না গিয়ে সরাসরি ডিসি অফিসে অভিযোগ করতে পারবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্ত শেষে মিনিমাম তিন মাসের মধ্যে সমস্যার সমাধান দেবেন।

ওয়ারিশি সম্পত্তির অনিয়মিত বণ্টন:

যদি ওয়ারিশ বাটোয়ারা দলিল ছাড়া সম্পত্তি দখল করে বা অন্য ওয়ারিশকে প্রতারণা করে, মালিক আদালত ছাড়াই ডিসি অফিসে অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হবে।

খতিয়ানে ভুল বা সরকারি খতিয়ানভুক্তি সংশোধন:

কোনো ব্যক্তির জমি ভুলবশত সরকারি খতিয়ানে যুক্ত হলে সংশোধনের জন্য ডিসি অফিসে আবেদন করা যাবে। সার্ভেয়ার প্রাথমিকভাবে তদন্ত করে প্রতিবেদন দিলে সংশোধন কার্যকর হবে।

চলাচলের রাস্তা বন্ধ হওয়া:

যদি জনগণের চলাচলের রাস্তা কেউ হঠাৎ বন্ধ করে দেয় এবং বিকল্প পথ না থাকে, ডিসি অফিসের মাধ্যমে ঐ রাস্তা পুনরায় উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়া যাবে।

অবৈধ খাল খনন বা জমি ভরাট:

অনুমতি ছাড়া খাল খননের কারণে আশেপাশের জমিতে ক্ষতি হলে ডিসি অফিসে অভিযোগ করা যাবে। অপরাধ প্রমাণিত হলে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করা হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনপত্র লিখিত আকারে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে।

জমির দলিল, খতিয়ান, খাজনার রসিদ বা বাটোয়ারা দলিলের কপি সঙ্গে সংযুক্ত করতে হবে।

ডিসি অফিস প্রাথমিক যাচাই ও প্রয়োজন হলে তদন্তের মাধ্যমে শুনানি পরিচালনা করবে।

বিশেষ দ্রষ্টব্য

আইনে প্রক্রিয়াটি পরিষ্কারভাবে উল্লেখ থাকলেও সব জেলায় বাস্তবায়ন সমান নয়। অনেক জেলা প্রশাসন এখন প্রক্রিয়াটি কার্যকর করার চেষ্টা করছে, তবে জনবল এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনও রয়েছে।

পরামর্শ

জমি সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে, ডিসি অফিসে নির্দিষ্ট নিয়মে আবেদন করলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত