ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
দেশে অস্থিতিশীলতা ছড়াচ্ছে আওয়ামী লীগ ও ভারত : ফারুক
নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আন্দোলনরত সব রাজনৈতিক দলকে তাদের দাবি-দাওয়া নির্বাচিত সরকারের কাছে তুলে ধরতে হবে। তিনি মনে করেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কাছে এসব দাবি জানানোই দেশের জন্য মঙ্গলজনক হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভায় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ভারত মিলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশের জনগণ আজ গণতন্ত্র ও শান্তি চায়।”
পাহাড়ি অঞ্চলে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রসঙ্গ তুলে জয়নুল আবদিন ফারুক বলেন, “পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, সরকারকে তা খুঁজে বের করতে হবে। এর পেছনে কারা রয়েছে, তা জনগণের জানার অধিকার আছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য আজ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। যারা এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।”
জয়নুল আবদিন ফারুক উল্লেখ করেন, দেশের মানুষ শান্তি চায় এবং ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধিদের নির্বাচন করতে চায়। তিনি বলেন, “জনগণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলোকে সেই বাস্তবতাকে সম্মান করতে হবে এবং জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।”
সভায় বিএনপির অন্যান্য নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি