ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শিবিরের কৌশলে ডাকসু : ছাত্রদলের বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র শিবিরপন্থি ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি কেন্দ্রীয় পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কোনো প্রার্থী কেন্দ্রীয় একটি পদেও জয় পায়নি। এই ভরাডুবি দেশের রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচন ছিল দেশের প্রথম বড় শিক্ষার্থী ভোট প্রতিযোগিতা। নির্বাচনে ছাত্রদল একমাত্র সংগঠন হিসেবে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় কোনো পদ জিতে নিতে পারেনি, স্রেফ হলভিত্তিক কিছু পদে জয় হয়েছে।
ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে পরিবর্তন এবং কর্মসূচি চায়। ছাত্রদল দীর্ঘ ১৫-১৬ বছরের অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের পরিবর্তিত মানসিকতা ধরতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, ছাত্রদলের ভরাডুবির মূল কারণ— সাংগঠনিক দুর্বলতা, নেতাদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, প্রচারণার ঘাটতি, নতুন প্রার্থী ও কর্মীর অভাব এবং প্রতিপক্ষের কৌশল বুঝতে না পারা।
ছাত্রদলের নেতাদের সঙ্গে আলাপ থেকে জানা গেছে, প্যানেল ঘোষণা ও প্রার্থীর বাছাইতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ নেওয়া হয়নি। এছাড়া দীর্ঘ সময় ক্যাম্পাস রাজনীতিতে অনুপস্থিত থাকার কারণে নেতৃত্ব ও নতুন কর্মী তৈরি করতে দেরি হয়েছে।
এভাবে সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের অনুপস্থিতি মিলিয়ে ছাত্রদল ডাকসু নির্বাচনে বড় পরাজয় মুখে নিয়েছে, যা আগামী নির্বাচনে তাদের কৌশল পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে