ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিবিরের কৌশলে ডাকসু : ছাত্রদলের বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র শিবিরপন্থি ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি কেন্দ্রীয় পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কোনো প্রার্থী কেন্দ্রীয় একটি পদেও জয় পায়নি। এই ভরাডুবি দেশের রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচন ছিল দেশের প্রথম বড় শিক্ষার্থী ভোট প্রতিযোগিতা। নির্বাচনে ছাত্রদল একমাত্র সংগঠন হিসেবে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় কোনো পদ জিতে নিতে পারেনি, স্রেফ হলভিত্তিক কিছু পদে জয় হয়েছে।
ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে পরিবর্তন এবং কর্মসূচি চায়। ছাত্রদল দীর্ঘ ১৫-১৬ বছরের অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের পরিবর্তিত মানসিকতা ধরতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, ছাত্রদলের ভরাডুবির মূল কারণ— সাংগঠনিক দুর্বলতা, নেতাদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, প্রচারণার ঘাটতি, নতুন প্রার্থী ও কর্মীর অভাব এবং প্রতিপক্ষের কৌশল বুঝতে না পারা।
ছাত্রদলের নেতাদের সঙ্গে আলাপ থেকে জানা গেছে, প্যানেল ঘোষণা ও প্রার্থীর বাছাইতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ নেওয়া হয়নি। এছাড়া দীর্ঘ সময় ক্যাম্পাস রাজনীতিতে অনুপস্থিত থাকার কারণে নেতৃত্ব ও নতুন কর্মী তৈরি করতে দেরি হয়েছে।
এভাবে সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের অনুপস্থিতি মিলিয়ে ছাত্রদল ডাকসু নির্বাচনে বড় পরাজয় মুখে নিয়েছে, যা আগামী নির্বাচনে তাদের কৌশল পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান