ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শেয়ার কারসাজি
এনআরবি ব্যাংকের সাবেক সিএফওকে শেয়ারবাজারে নিষিদ্ধ
 
                                    নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে দুই ব্যক্তিকে মোট ৩১ কোটি ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পাশাপাশি এনআরবি ব্যাংকের সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম কমিশন সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এনআরবি ব্যাংকের সাবেক সিএফও মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা অর্থদণ্ড এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
একই সময়ে উক্ত শেয়ার লেনদেনে কারসাজির দায়ে শেখ ফারুক আহমদকে ৩০ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই পদক্ষেপ বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে, যাতে বিনিয়োগকারীরা নিরাপদভাবে শেয়ারবাজারে অংশগ্রহণ করতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিএসইসির এই কঠোর ব্যবস্থা শুধুমাত্র শাস্তি নয়, বরং ভবিষ্যতে শেয়ার কারসাজি প্রতিরোধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে। এর ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে বাজার আরও টেকসই হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
 
                         
                     
             
             
             
             
             
             
             
             
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    