ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু বিজয়ীদের প্রতি আইনজীবী শিশির মনিরের পরামর্শ

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৯:৩২:৩৩

ডাকসু বিজয়ীদের প্রতি আইনজীবী শিশির মনিরের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত নেতাদের প্রতি বিশ্ববিদ্যালয় নিয়োজিত আইনজীবী মোহাম্মদ শিশির মনির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে তিনি এই আহ্বান জানান।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল এবং বর্তমানে ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত শিশির মনির, ডাকসু নির্বাচনে জয়ী সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ অন্যান্য বিজয়ীদের প্রতি ব্যক্তিগত প্রত্যাশা ব্যক্ত করেছেন। তার প্রত্যাশাগুলোর মধ্যে রয়েছে: নেতা হিসেবে নয়, বরং ছোট ভাই, বড় ভাই, বন্ধু ও ছাত্রছাত্রী হিসেবে আচরণ করা; নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করা; হলে কেবল নিজের নামে বরাদ্দ সিটেই বসবাস করা এবং সিট না থাকলে হল ত্যাগ করা; নিয়মিত গ্রন্থাগারে পড়াশোনা, গবেষণা ও নতুন ধারণা নিয়ে আলোচনা করে বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব অর্জন করা।

এছাড়াও তিনি নবনির্বাচিত নেতাদের বিশ্বের সর্বশেষ জ্ঞানের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকা, বিতার্কিক হিসেবে সক্রিয় থাকা, সহজ-সরল জীবনযাপন করা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা ও পরাজিতদের বিভিন্ন কমিটিতে জায়গা দেওয়ার আহ্বান জানান। প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখার গুরুত্বও তিনি তুলে ধরেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত