ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

অশ্বিনের মতে ভারত দখল করবে এশিয়া কাপ

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৭:২৯:০১

অশ্বিনের মতে ভারত দখল করবে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতে শুরু হয়েছে এশিয়া কাপ, যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক আরব আমিরাত।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা রবি চন্দ্রন অশ্বিন বলেন, ভারতের শক্তিমত্তার কাছাকাছি কোনো দল এশিয়া কাপে নেই। তিনি জানান, বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলংকা যে ইতিহাস আছে তার পরেও ভারতের সঙ্গে তুলনা করা যায় না। আফগানিস্তানের বোলারদের সম্ভাব্য হুমকি নিয়েও অশ্বিন মনে করেন, ভারত ১৭০-এর বেশি রান করলে অন্য দল তা তাড়া করতে পারবে না।

অশ্বিন আশা প্রকাশ করেছেন, অন্য কোনো দল যেন শিরোপা জেতে। তবে তার মতে, ভারতের একমাত্র হার সম্ভব হবে যদি কোনো দল নিজেদের ভালো দিনে ১৫৫ রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারে এবং সেটি তাড়া করতে পারে। তিনি বলেন, টি-টোয়েন্টি ,রোমাঞ্চকর হলেও এশিয়া কাপে ভারত একতরফা অবস্থায় থাকবে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত