ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বাজে পারফর্ম্যান্সের রেকর্ড গড়ল ব্রাজিল

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৪:০১:৩৫

বাজে পারফর্ম্যান্সের রেকর্ড গড়ল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের জন্য ২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত হলেও বাছাইপর্বে তাদের পারফরম্যান্স ইতিহাসের মধ্যে সবচেয়ে হতাশাজনক রেকর্ড গড়েছে। ৪৮ দলের নতুন ফরম্যাটে সরাসরি মূলপর্বে জায়গা পেয়েছে সেলেসাও, কিন্তু গত কয়েক মাসের খেলায় দলটি ফর্মে ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হয়েছে।

আজ (বুধবার) ভোরে বলিভিয়ার মাঠে শেষ বাছাই ম্যাচে হেরে যায় ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে গিয়ে কোচ কার্লো আনচেলত্তির দল বেশ হিমশিম খায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেসের ফাউলের কারণে বলিভিয়া পায় পেনাল্টি, যা স্পটকিকে ব্যবহারে গোল করে এগিয়ে নেয় মিগুয়েল আনহেল টারসেরোস। ওই গোলের ফলে ১-০ ব্যবধানে ব্রাজিলের হার নিশ্চিত হয়।

এর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চিলিকে ৩-০ গোলে হারানো ব্রাজিল দুই নম্বরে ছিল। তবে আজকের হারের ফলে তারা পাঁচে নেমে গেছে। বাছাইপর্ব শেষে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে সেলেসাওদের ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে কলম্বিয়া ও উরুগুয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ৩৮ পয়েন্টে ও দুই নম্বরে ইকুয়েডর ২৯ পয়েন্টে।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ব্রাজিলের সফলতার হার মাত্র ৫১ শতাংশ, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। তুলনায় ২০০২ সালের বাছাইয়ে সফলতার হার ছিল ৫৫.৬ শতাংশ। তবে নতুন ফরম্যাটে প্রথম ছয় দল সরাসরি বিশ্বকাপে উঠায় পঞ্চম স্থানে থাকা ব্রাজিলও ঝুঁকি ছাড়াই মূলপর্বে জায়গা করে নিয়েছে।

বাছাইপর্বে ব্রাজিলকে কোচের পরিবর্তন ও খেলোয়াড়দের অনিয়মিত ফর্ম সামলাতে হয়েছে। তিতে’র নেতৃত্বে দলের ফর্ম কাঙ্ক্ষিত ছিল না। পরবর্তী পর্যায়ে ফার্নান্দো দিনিজ ও দরিভাল জুনিয়র কোচ হিসেবে দায়িত্ব নেন, কিন্তু পরিবর্তন আনে না। অবশেষে কার্লো আনচেলত্তি স্থায়ীভাবে বিদেশি কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানের হার ছিল ইতিহাসে প্রথমবার নিজেদের মাঠে হারের রেকর্ড।

১৯৯৬ সাল থেকে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১০ দল হোম-অ্যাওয়ে ম্যাচ খেলে আসছে। এর আগে কখনও ব্রাজিল ৩০ পয়েন্টের নিচে নেমে যায়নি। ২০০২ সালের বাছাইপর্বে ৩০ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছিল সেলেসাও, যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিল তারা।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত