ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
বস্ত্র খাতের শেয়ারে সর্বোচ্চ মুনাফা, চামড়া খাত ব্যতিক্রম
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪–২৮ আগস্ট) লেনদেন ও সূচকে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল, আর সপ্তাহজুড়ে মোট লেনদেন বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে। নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস–৩০ বেড়েছে ৬৮ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ। একই সময়ে শরীয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ২৭ পয়েন্ট বা ২.২৮ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৬টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে ২৬৮টির দর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। তবে তালিকাভুক্ত ১৭টি সিকিউরিটিজে কোনো লেনদেন হয়নি।
দৈনিক গড় লেনদেন ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৫ কোটি টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৯০৭ কোটি টাকা। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি টাকার, যেখানে আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। প্রতিদিন গড়ে এই খাতে ১৭১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে—১৬৬ কোটি টাকা। এছাড়া ব্যাংক ও প্রকৌশল খাত প্রতিদিন গড়ে ১০২ কোটি টাকা করে এবং সাধারণ বিমা খাতে ৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকায়, যা আগের সপ্তাহ শেষে ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা।
বস্ত্র খাত গত সপ্তাহে সর্বোচ্চ ৭.৯৯ শতাংশ রিটার্ন দিয়েছে। এরপর তথ্য ও প্রযুক্তি খাত ৬.১৫ শতাংশ এবং সাধারণ বিমা খাত ৫.৩১ শতাংশ ইতিবাচক রিটার্ন দিয়েছে। তবে চামড়া ও পাট খাত নেতিবাচক রিটার্নে থেকে ব্যতিক্রম হিসেবে চিহ্নিত হয়েছে।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২.২১ শতাংশ এবং সিএসসিএক্স বেড়েছে ২.৪৬ শতাংশ। এছাড়া সিএসইর অন্যান্য সূচকেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়