ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
বস্ত্র খাতের শেয়ারে সর্বোচ্চ মুনাফা, চামড়া খাত ব্যতিক্রম

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪–২৮ আগস্ট) লেনদেন ও সূচকে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল, আর সপ্তাহজুড়ে মোট লেনদেন বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে। নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস–৩০ বেড়েছে ৬৮ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ। একই সময়ে শরীয়াহভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ২৭ পয়েন্ট বা ২.২৮ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৬টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে ২৬৮টির দর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। তবে তালিকাভুক্ত ১৭টি সিকিউরিটিজে কোনো লেনদেন হয়নি।
দৈনিক গড় লেনদেন ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৫ কোটি টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৯০৭ কোটি টাকা। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি টাকার, যেখানে আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। প্রতিদিন গড়ে এই খাতে ১৭১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে—১৬৬ কোটি টাকা। এছাড়া ব্যাংক ও প্রকৌশল খাত প্রতিদিন গড়ে ১০২ কোটি টাকা করে এবং সাধারণ বিমা খাতে ৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকায়, যা আগের সপ্তাহ শেষে ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা।
বস্ত্র খাত গত সপ্তাহে সর্বোচ্চ ৭.৯৯ শতাংশ রিটার্ন দিয়েছে। এরপর তথ্য ও প্রযুক্তি খাত ৬.১৫ শতাংশ এবং সাধারণ বিমা খাত ৫.৩১ শতাংশ ইতিবাচক রিটার্ন দিয়েছে। তবে চামড়া ও পাট খাত নেতিবাচক রিটার্নে থেকে ব্যতিক্রম হিসেবে চিহ্নিত হয়েছে।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২.২১ শতাংশ এবং সিএসসিএক্স বেড়েছে ২.৪৬ শতাংশ। এছাড়া সিএসইর অন্যান্য সূচকেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা