ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
এশিয়ার বেশির ভাগ দেশের শেয়ারবাজার উর্ধ্বমুখী
এশিয়ার শেয়ারবাজারে বুধবার বেশির ভাগ সূচক ইতিবাচক ধারায় লেনদেন শেষ করলেও চীনের বাজার দিন শেষে ব্যতিক্রমী চিত্র উপস্থাপন করেছে। দিনের প্রথমভাগে ঊর্ধ্বমুখী সূচনা করলেও ক্রেতাদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিশেষ করে সম্পত্তি ও ওষুধ খাতের শেয়ার বিক্রি বেড়ে যায়। এর প্রভাবে সাংহাই ও হংকংয়ের সূচক বড় ধসের মুখে পড়ে।
হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ১ দশমিক ৪ শতাংশ এবং সাংহাই কম্পোজিট ১ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও সম্প্রতি সাংহাই সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এরই ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বাড়ায় বাজারে নেতিবাচক চাপ তৈরি হয়।
অন্যদিকে চীনের শিল্প খাতে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। সরকারি তথ্য বলছে, জানুয়ারি-জুলাই সময়ে খাতটির মুনাফা আগের বছরের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অথচ এ বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক, অর্থাৎ ২ দশমিক ৮ শতাংশ সংকোচন। তবে কেবল জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ১ দশমিক ৫ শতাংশ।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য বাজারে ভিন্ন ছবি দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি ও অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএএক্স ২০০ সূচক সামান্য (০.৩ শতাংশ) বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানের তাইএক্স সূচক বেড়েছে ০.৯ শতাংশ। এ সময় শীর্ষ চিপ নির্মাতা টিএসএমসির শেয়ারদর বেড়ে যায় ১ দশমিক ৩ শতাংশ, যা সামগ্রিক সূচককে প্রভাবিত করেছে। ব্যাংককের এসইটি সূচকও বেড়েছে ০.৪ শতাংশ।
তবে ভারতের বাজার গতকাল ছুটির কারণে বন্ধ ছিল। এর মধ্যেই দেশটির জন্য বড় অর্থনৈতিক খবর হলো—মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ভারতীয় পণ্যের ওপর গড়ে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। এ সিদ্ধান্ত ভারতের শ্রমঘন শিল্পে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আগের দিন ইতিবাচক ধারায় সমাপ্ত হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ০.৪ শতাংশ, ডাও জোনস ০.৩ শতাংশ এবং নাসডাক বেড়েছে ০.৪ শতাংশ।
বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে মার্কিন ফিউচার সূচকে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। বিনিয়োগকারীরা অপেক্ষায় ছিলেন চিপ জায়ান্ট এনভিডিয়ার দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশের। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ এ কোম্পানিকে ঘিরে বাজারে প্রশ্ন উঠছে—এআই কোম্পানির শেয়ারদর কি অতিমূল্যায়িত, নাকি সত্যিই প্রযুক্তি খাতে নতুন উল্লম্ফনের সূচনা ঘটছে?
এদিকে মার্কিন অর্থনীতিতে ভোক্তা আস্থা সূচক চলতি মাসে সামান্য কমেছে। টানা আট মাস ধরে শ্রমবাজার দুর্বল হতে থাকায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। যদিও ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জ্যাকসন হোল সম্মেলনে সেপ্টেম্বরে সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছেন।
মুদ্রানীতি নিয়ে ট্রাম্প ও ফেডের মধ্যে বিরোধ আবারও তীব্র হয়েছে। বিশেষ করে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার ঘটনাটি আইনি জটিলতায় পৌঁছেছে। তবু মার্কিন শেয়ারবাজার আপাতত স্থিতিশীল অবস্থায় আছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়