ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বিক্রেতা সঙ্কটে হল্টেড ১২ কোম্পানি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৭ ১২:৪১:৫৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ১২ কোম্পানি

শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন চলছে। যদিও মাঝে মাঝে সূচকের তীর নিচের দিকে নেমে যাচ্ছে। দুপুর সোয়া ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫২ পয়েন্টে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহের শীর্ষে রয়েছে ১২ কোম্পানি শেয়ার। যে কারনে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই ১২ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। এক কথায় বলতে গেলে কোম্পাানিগুলোর শেয়ার ক্রেতাদের ধরাছোয়ার বাইরে চলে গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য বেড়িয়ে এসেছে।

কোম্পানিগুলো হলো- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, নিউলাইন ক্লোথিংস, নূরানী ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, আরগন ডেনিমস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং ফিনিক্স ফাইন্যান্স।

আলোচ্য সময়ে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের। দুপুর সোয়া ১২টায় কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সাফকো স্পিনিংয়ের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৪০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৬৩ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ, নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১১ শতাংশ, আরগন ডেনিমসের ১ টাকা ৫০ পয়সা বা ৮.০২ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ টাকা ৬০ পয়সা বা ৫.৯৮ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.৯৮ শতাংশ এবং ফিনিক্স ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২০ টাকা ৫০ পয়সা, ৬ টাকা ১০ পয়সা, ২ টাকা ৫০ পয়সা, ৪ টাকা, ২০ টাকা ২০ পয়সা, ৭৫ টাকা ৮০ পয়সা, ২ টাকা ৮০ পয়সা এবং ৩ টাকায় দাঁড়িয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত