ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
তালিকাভুক্ত কোম্পানির পরিচালকের ২ কোটি ১০ লাখ শেয়ার সেল

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং অন্যতম উদ্যোক্তা পরিচালক আক্কাস উদ্দিন মোল্লাহ তার মালিকানার একটি বড় অংশ বিক্রি করে পারিবারিক মালিকানাধীন একটি কোম্পানির কাছে হস্তান্তর করেছেন।
আক্কাস উদ্দিন মোল্লাহ প্রথমে ঘোষণা করেছিলেন, তিনি তার ২ কোটি ২৩ লাখ শেয়ারের মধ্যে ২ কোটি ১০ লাখ শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজার মূল্যে বিক্রি করবেন। তবে তিনি একই দিনে প্রতি শেয়ার ১৮ টাকা দরে মোট ৩৮ কোটি টাকার শেয়ার বিক্রি সম্পন্ন করেন।
এক বছরের মধ্যে এটি তার দ্বিতীয়বারের মতো বড় অঙ্কের শেয়ার বিক্রি। এর আগে, ২০২৩ সালের জুনে তিনি তার তৎকালীন ৪ কোটি ৪০ লাখ শেয়ারের মধ্যে ২ কোটি ১৭ লাখ শেয়ার সিএসই'র ব্লক মার্কেটে বিক্রি করেছিলেন।
উসমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন মোল্লাহ ব্যাংক থেকে তার বেরিয়ে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, "আমি ব্যাংক ছাড়ছি না। বরং আমার মালিকানার একটি বড় অংশ আমার পরিবারের মালিকানাধীন একটি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে।"
তিনি এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে বলেন, "আমাদের প্রজন্মের ব্যক্তিরা ব্যক্তিগত ব্যবসায়ী হিসেবে সবকিছু পরিচালনা করি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম প্রাতিষ্ঠানিক কাঠামো পছন্দ করে। যদি আমি আমার ব্যবসার দায়িত্ব তাদের হাতে তুলে দিতে চাই, তবে তা তাদের পছন্দ অনুযায়ী হওয়া উচিত।"
আক্কাস উদ্দিন মোল্লাহ বর্তমানে আক্কাস উদ্দিন মোল্লাহ লিমিটেডের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে আছেন।
তবে বাজার বিশ্লেষকরা এই হস্তান্তরের পেছনে একটি কৌশলগত দিক দেখছেন। তারা মনে করেন, নিজের এবং তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ভাগ করে, মোল্লাহ একক আসনের পরিবর্তে দুটি বোর্ড আসন নিশ্চিত করার সুযোগ তৈরি করেছেন। বিদ্যমান সিকিউরিটিজ নিয়ম অনুযায়ী, একজন শেয়ারহোল্ডার বা মনোনীত পরিচালককে পরিচালনা পর্ষদে একটি আসনের জন্য যোগ্য হতে হলে কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ