ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৫ ১৯:৪৭:৪২
সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শেয়ারবাজারের সদস্যভুক্ত আট ব্রোকারেজ হাউজ বা ট্রেকহোল্ডারের নিট সম্পদমূল্যে (এনএভি) ঘাটতি ধরা পড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক তদন্তে বিষয়টি উদঘাটন হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএসইসি থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

তালিকাভুক্ত আট প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— মোনার্ক হোল্ডিংস লিমিটেড, মীর সিকিউরিটিজ লিমিটেড, কলম্বিয়া শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, উইংসফিন লিমিটেড, ফারিহা সিকিউরিটিজ লিমিটেড, অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, ম্যাট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড এবং তাসিয়া সিকিউরিটিজ লিমিটেড।

উল্লেখযোগ্য বিষয় হলো, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান। অন্যদিকে মীর সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ব্যবসায়ী নেতা ও মীর আখতার হোসেন লিমিটেডের এমডি মীর নাসির হোসেন।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ডিএসইর একাধিক অনুরোধের প্রেক্ষিতে ৮টি ট্রেকহোল্ডারের আর্থিক অবস্থার ওপর তদন্ত চালানো হয়। তাতে সিকিউরিটিজ আইন অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে নিট সম্পদ রাখতে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাই “ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক)” বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৪) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রচলিত আইনে বলা আছে, ব্রোকারেজ হাউজগুলোর নিট সম্পদ অবশ্যই তাদের পরিশোধিত মূলধনের ৭৫ শতাংশের বেশি থাকতে হবে। এটি না থাকলে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ ধরা হয় এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিএসইসি মনে করে, এই বিধান প্রতিপালন করলে ব্রোকারেজ হাউজগুলো আর্থিকভাবে শক্তিশালী হয়, বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষিত থাকে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত হয়। তবে শর্ত পূরণে ব্যর্থ হলে ট্রেক সার্টিফিকেট বাতিল পর্যন্ত করার বিধান রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত