ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সোনালী পেপারে যুক্ত হচ্ছে নতুন এ–৪ কনভার্টিং মেশিন

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৫ ১৯:৪২:৪০
সোনালী পেপারে যুক্ত হচ্ছে নতুন এ–৪ কনভার্টিং মেশিন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ আধুনিক এ–৪ পেপার কনভার্টিং মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় কোম্পানির পরিচালনা পর্ষদের ৯০তম সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়।

কোম্পানির নতুন এ মেশিন হবে তৃতীয় উৎপাদন ইউনিট, যা বর্তমান দুটি সক্রিয় ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

সোনালী পেপারের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে ক্রমবর্ধমান এ–৪ কাগজের চাহিদা পূরণে এই আধুনিক যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে, প্যাকেজিং ও অফিস ব্যবহারের কাগজ বাজারে কোম্পানির প্রতিযোগিতা আরও জোরদার হবে।

পর্ষদের মূল্যায়ন অনুযায়ী, নতুন ইউনিট সংযোজন কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ। এর ফলে ভবিষ্যতে আর্থিক প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের জন্য বাড়তি মূল্য সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত