ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
নেপালে বিদ্যুৎ সরনঞ্জাম রপ্তানিতে নতুন অধ্যায় এনার্জিপ্যাকের

বাংলাদেশের অন্যতম শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ৬৩ এমভিএ ১৩২/৩৩ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ সাবস্টেশন যন্ত্রপাতি রপ্তানি করেছে। প্রায় ২৪ লাখ মার্কিন ডলার মূল্যের এই রপ্তানি সম্প্রতি সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই রপ্তানি আন্তর্জাতিক বাজারে এনার্জিপ্যাকের পুনঃঅভিষেকের এক বড় পদক্ষেপ। এটি শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়, বরং বাংলাদেশের প্রকৌশল শিল্পের জন্যও একটি গৌরবময় সাফল্য।
উল্লেখ্য, এর আগে এনার্জিপ্যাক এডিবি ও বিশ্বব্যাংক-অর্থায়িত বিদ্যুতায়ন প্রকল্পে নেপালে ২৫টি সাবস্টেশন নির্মাণ করেছে। এই অভিজ্ঞতা উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থা ও বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে।
রপ্তানি কার্যক্রমের অংশ হিসেবে এনার্জিপ্যাকের প্রতিনিধিরা ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় রপ্তানি-আমদানি সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
এই প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি ঢাকায় মাসব্যাপী কর্মশালা, সেমিনার ও মতবিনিময়ের আয়োজন করে। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলম বলেন, “এই রপ্তানি বাংলাদেশের প্রকৌশল সক্ষমতার প্রতিফলন। এটি আমাদেরকে দক্ষিণ এশিয়ার বড় অবকাঠামো প্রকল্পগুলোতে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “এনার্জিপ্যাকের এই অর্জন পুরো দেশের ইঞ্জিনিয়ারিং শিল্পের সক্ষমতা তুলে ধরছে এবং ভবিষ্যতের বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।”
কোভিড-পূর্ব সময়ে প্রতিষ্ঠানটি প্রতিবছর গড়ে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করত। এছাড়া ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতে জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড ক্যাটাগরি) অর্জন করে সুনাম কুড়িয়েছে।
এনার্জিপ্যাক বিশ্বাস করে, এই সাম্প্রতিক রপ্তানি বাংলাদেশের শিল্পখাতকে বহুমুখীকরণ, টেকসই প্রবৃদ্ধি এবং আঞ্চলিক অংশীদারিত্ব জোরদারে বড় ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা