ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

রাহিমা ফুডের নারকেল ও কাজুবাদাম উৎপাদন বন্ধ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৫ ০৭:০৪:১৭
রাহিমা ফুডের নারকেল ও কাজুবাদাম উৎপাদন বন্ধ

সরবরাহ সংকট এবং দুর্বল বাজার প্রবেশের কারণে রাহিমা ফুড কর্পোরেশন লিমিটেড তাদের নারকেল তেল এবং কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দামে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে কোম্পানির কাছে এর কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা চেয়েছিল।

রবিবার (২৪ আগস্ট) প্রকাশিত এক জবাবে কোম্পানিটি জানিয়েছে, তারা ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে নারকেল তেলের উৎপাদন এবং বাজারজাতকরণ শুরু করেছিল। কিন্তু তিন বছরের বেশি সময় ধরে কার্যক্রম চালানোর পরেও পণ্যটি বাজারে কাঙ্ক্ষিত প্রবেশাধিকার অর্জন করতে পারেনি।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, "আমরা এটিকে একটি মূল্যবান শিক্ষা হিসেবে দেখছি। দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে, আমরা সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছি এবং উৎপাদন ও বাজারজাতকরণের কৌশল উন্নত করতে বিকল্প পন্থা খুঁজছি।"

একইভাবে, ২০২২ সালের ৩১ মে রাহিমা ফুড কাজু বাদাম প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের উদ্যোগ শুরু করে, যা শুরুতে ভালো লাভ দিচ্ছিল। সাধারণত কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহ করা হতো, যা বছরব্যাপী উৎপাদন নিশ্চিত করত। কিন্তু এ বছর প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে কোম্পানি পর্যাপ্ত কাঁচামাল সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। বর্তমান মজুত শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

কোম্পানিটি বলেছে, "আমরা বিকল্প উৎস খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শিগগিরই উৎপাদন পুনরায় শুরু করার ব্যাপারে আশাবাদী।"

এদিকে, রাহিমা ফুড তাদের আগেই ঘোষিত সয়াবিন ও সরিষার তেল বোতলজাত এবং বাজারজাত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যা ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল। কোম্পানিটি জানিয়েছে, এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে এবং তারা আশা করছে "খুব শিগগিরই" বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

এদিকে. কোম্পানির এই কার্যক্রম বন্ধের ঘটনা শেয়ারের দামে অস্থিরতা লক্ষ্য করা গেছে। গত ৭ জুলাই নারকেল তেল কারখানা বন্ধের ঘোষণার পর রাহিমা ফুডের শেয়ারের দাম ছিল ৮২ টাকা ২০ পয়সা। পরের ২৪ কার্যদিবসে এর দাম দ্বিগুণেরও বেশি বেড়ে ১১ আগস্ট ১৬৮ টাকা ৯০ পয়সায় পৌঁছায়, যা ছিল এক বছরে সর্বোচ্চ। গত ১২ আগস্ট রাহিমা ফুডের পরিচালনা পর্ষদ কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এরপর মিশ্র প্রবণতায় কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত