ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

শেয়ারহোল্ডারের আশা পূরণে ব্যর্থ গ্লোবাল ইসলামী ব্যাংক

২০২৫ আগস্ট ২১ ১৭:৩৬:৩১

শেয়ারহোল্ডারের আশা পূরণে ব্যর্থ গ্লোবাল ইসলামী ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। কোম্পানিটির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় এবং শেয়ারহোল্ডাররা এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটির এজিএম বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদ তাদের ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ এবং অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করেন।

শেয়ারহোল্ডাররা আলোচনার পর ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরেও শেয়ারহোল্ডারদের ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

অন্তর্জাতিক মানদণ্ডে হিসাব বিশ্লেষণ অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা, যেখানে আগের অর্থবছরে একই সময়ে লোকসান ছিল ২১ টাকা ৭৯ পয়সা।

২০২৪ সালে ৩১ ডিসেম্বর ব্যাংকটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএষ) দাঁড়িয়েছে নেগেটিভ ২১ টাকা ৭৭ পয়সা।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত