ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

পতনের দিনেও আলো ছড়াল ৭ কোম্পানির শেয়ার

২০২৫ আগস্ট ২০ ১৫:৩৯:৩২

পতনের দিনেও আলো ছড়াল ৭ কোম্পানির শেয়ার

আগের দিনের ধারাবাহিকতায় আজ বুধবারও (২০ আগস্ট) শেয়ারবাজারে পতন হয়েছে। উভয় বাজারে এদিন পতন আরও গভীর হয়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৩টির দর কমেছে। বাজারের এমন নেতিবাচক পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল ৭ কোম্পানির শেয়ারে। এই ৭ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। এর ফলে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং জাহিন টেক্স।

কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকায়। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকা থেকে ৪২ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৬৫ লাখ ১ হাজার টাকায় লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৫ টাকা ২০ পয়সা থেকে ৪৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮৭ শতাংশ এবং জাহিন টেক্সের ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৪১ টাকা ৯০ পয়সা, ৫১ টাকা, ৪৯ টাকা ও ৪ টাকা ৬০ পয়সায়।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত