ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

উর্ধ্বমুখী শেয়ারবাজারে আচমকা পতনের আঘাত

২০২৫ আগস্ট ২০ ১৫:২৩:০৯

উর্ধ্বমুখী শেয়ারবাজারে আচমকা পতনের আঘাত

ঈদের পর থেকে ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফিরছিল শেয়ারবাজার। টানা উত্থানের ধারায় বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরে আসছিল দৃশ্যমানভাবে। তবে এর মাঝেই আবারও ধারাবাহিক পতনের কবলে পড়ে দেশের দুই পুঁজিবাজার। সেই ধাক্কা সামলে তিন কার্যদিবস উত্থানের ধারা বজায় রাখলেও মঙ্গলবার ও বুধবার বাজারে আচমকা অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিনিয়োগকারীদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত মার্জিন ঋণে কড়াকড়ি আরোপই এ অস্থিরতার মূল কারণ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি প্রকাশিত “মার্জিন বিধিমালা (রহিতকরণ), ২০২৫”-এর খসড়া প্রকাশ করা হয়। এতে শেয়ার কেনা-বেচায় নানা বিধি-নিষেধ আরোপ করা হয়। যার মধ্যে রয়েছে-শেয়ার কেনার জন্য মার্জিন ঋণ পেতে একজন বিনিয়োগকারীর বছরে গড়ে কমপক্ষে ৫ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। এছাড়া, যাদের আয়ের নির্দিষ্ট উৎস নেই—যেমন ছাত্র, গৃহিণী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি, তারা আর মার্জিন ঋণ নিতে পারবেন না। এতে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারবাজারে এক ধরনের সীমাবদ্ধতা তৈরি হবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ বুধবার ২০ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষন পরেই সূচকের পতন ঘটলেও আবারও উর্ধ্বমুখী হয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। এরপর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭.৬৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৬.২২ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৪টির দর বেড়েছে, ২২৩টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৩ কোটি ৭৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫.৪২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৫.২৭ পয়েন্ট কমেছিল।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত