ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
বাজারে বিনিয়োগকারীদের আশা গলে যাচ্ছে হতাশায়
আবারও টানা দরপতনের বৃত্তে পড়ে গেল দেশের শেয়ারবজার। গত ৫ কার্যদিবসের ন্যায় আজও সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এ নিয়ে টানা ৬ কার্যদিবস দরপতন হলো। যদিও বিনিয়োগকারীদের প্রতাশা থাকে পরদিন হয়তো বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু তার বিপরীত রূপে আবির্ভুত হয় বাজারচিত্র। এতে বাজার নিয়ে আবারও হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। যে কারণে আজ অনেকেই ভয়ে শেয়ার বিক্রির করতে চেয়েছেন। যার ফলে পতনের মধ্যেও টাকার অংকে লেনদেনের পরিরমাণ বেড়েছে উভয় শেয়ারবাজারে।
তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ভিত্তি ও সামর্থ উভয়ই রয়েছে। তাদের মতে, বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার দৃঢ় পদক্ষেপ বাজারে ইতিবাচক ধারা তৈরি করতে সহায়তা করছে। বিনিয়োগকারীরা ধৈর্য ও সঠিক কৌশল অবলম্বন করলে আগামীদিনগুলোতে বাজারে আরও গতি আসতে পারে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (১২ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের একটানা উত্থানে বেলা পৌনে ১১টায় ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৩৮৮ পয়েন্টে। এরপর ধীর গতিতে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনশেষে সুচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৫.৪৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫২.৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৫.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১.২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৫টির দর বেড়েছে, ২২২টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬১০কোটি ৮৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১২৫টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪৪.৭৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩০.৪৫ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়