ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
টানা পতনেও বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

দেশের শেয়ারবাজারে টানা চার কার্যদিবস ধরে পতন চলছে। এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৮৫ পয়েন্ট, যার মধ্যে আজ কমেছে ৫৭ পয়েন্ট এবং আগের দিন কমেছে ৬৩ পয়েন্ট। তারপরও বাজার বিশ্লেষকরা এই পতনকে স্বাভাবিক সংশোধন বলছেন। কারণ হিসাবে তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজার যেভাবে ওপরে উঠেছে, নামছে তার চেয়ে কম গতিতে। যা বাজারের স্বাভাবিক দরপতন। তারা বলছেন, বাজারের কাংখিত সংশোধন প্রায় শেষ। যেকোন সময় বাজার ফের ঊর্ধ্বমুখী ধারায় এগুতে পারে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট থেকে আজ পর্যন্ত ৪ কার্যদিবসে সূচক কমেছে ১৮৫ পয়েন্ট। এর আগে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত মোট ৩ কার্যদিবসে সূচক বেড়েছিল সাড়ে ২৩৭ পয়েন্ট। তারও আগে ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা ৮ কর্মদিবস ধরে সূচক ৩৩০ পয়েন্ট বেড়েছিল। কিন্তু ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত টানা ৩ কার্যদিবসে সূচক কমেছিল সাড়ে ৯৩ পয়েন্ট। অর্থাৎ ১১ কার্যদিবসে সূচক বেড়েছে সাড়ে ৫৬৭ পয়েন্ট। বিপরীতে ৭ কার্যদিবসে সূচক কমেছে সাড়ে ২৭৮ পয়েন্ট।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (১০ আগস্ট) ডিএসই সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুর প্রথম ৩ মিনিটের মধ্যেই সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪২৬ পয়েন্টে। এরপর সূচকের সামান্য পতন হলেও আবারও ঘুরে দাঁড়ায় বাজার। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্বাভাবিক উঠানামা করতে দেখা যায়। কিন্তু পরবর্তীতে সূচকের তীর ধীর গতিতে নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩১.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৯টির দর বেড়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৪০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫৪ কোটি ২৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৪০টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২১.৫৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৮৬.৩৩ পয়েন্ট কমেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির