ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

পতনেও শেয়ার ধরে রাখছে কৌশলী বিনিয়োগকারীরা

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ০৭ ১৫:০৭:০৬
পতনেও শেয়ার ধরে রাখছে কৌশলী বিনিয়োগকারীরা

টানা তিন কর্মদিবস ধরেই শেয়ারবাজারে সূচকের পতন দিয়ে লেনদেন হচ্ছে। সূচকের পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে ওই তিন কার্যদিবসে। এর কারণ হলো বিনিয়োগকারীরা আগের তুলনায় অনেক কৌশলী। যে কারণে আগামী দিন বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় শেয়ার ধরে রাখছে। এতে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে। যদি বিনিয়োগকারীরা ধারাবাহিক পতনে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিতো,তাহলে সূচকের পতনের মধ্যে লেনদেনের পরিমাণও বেড়ে যেতো। কিন্তু বাস্তবে বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখায় লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (০৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটের মধ্যেই সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৯১ পয়েন্টে। এরপর সূচকের সামান্য পতন হলেও বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত স্বাভাবিক উঠানামা করতে দেখা যায়। কিন্তু পরবর্তীতে মুনাফা তোলার চাপে সূচকের তীর ধীর গতিতে নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এরফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮.০৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০.৪৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৭.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৭.৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ২৬৮টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৭০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৮৯ কোটি ৯৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৮৩ কোটি ৫৫ রাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪১টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৬.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৮.৯০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৩.০৯ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

দেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরতে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (১২ আগস্ট)... বিস্তারিত