ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

থানাই হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা: আইজিপি

২০২৫ জুলাই ৩১ ২১:৪০:৪৬

থানাই হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা: আইজিপি

আইজিপি বাহারুল আলম বলেছেন, থানায় এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে। থানার পরিবেশ যেন হয় সাহচর্যের, আতঙ্কের নয়। থানাই হোক ন্যায়বিচার লাভের প্রথম ঠিকানা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেছেন, অতীতে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে আমাদের কার্যক্রম ও আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন সময় এসেছে সেই অবস্থান থেকে বের হয়ে আসার। আসুন, আমরা প্রতিজ্ঞা করি সেবা হবে হয়রানিমুক্ত, আচরণ হবে মানবিক, আর লক্ষ্য হবে জনকল্যাণে নিবেদিত থাকা।

বাহারুল আলম বলেন, জুলাই বিপ্লব শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ন্যায়বিচার, মানবিকতা ও দায়িত্ববোধের এক প্রতীক। এই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত পরিচয় সেবার মধ্যেই নিহিত, আর জনগণই হচ্ছে সকল ক্ষমতার মূল উৎস।

কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশ নেন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত