ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
.jpg)
বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ জুলাই) সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এছাড়াও, প্রধান উপদেষ্টা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহিদ সেনা সদস্যদের। একইসঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সব ছাত্র-জনতাকে।
প্রধান উপদেষ্টা সেনাসদর নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সৎ, নীতিনিষ্ঠ, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলীসম্পন্ন কর্মকর্তারাই উচ্চতর পদোন্নতির যোগ্য। একই সঙ্গে রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনের বিভিন্ন স্তরে যাঁরা সফল নেতৃত্ব প্রদান করেছেন, তাঁদেরকেই পদোন্নতির জন্য বিবেচনার নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে নিরলসভাবে সহায়তা করে যাচ্ছে। সেনাবাহিনীর এই অব্যাহত অবদানের জন্য সেনাপ্রধানসহ সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনী পর্ষদের উদ্বোধনকালে উপস্থিত হয়ে সময় দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রধান উপদেষ্টা ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু