ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ জুলাই) সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এছাড়াও, প্রধান উপদেষ্টা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহিদ সেনা সদস্যদের। একইসঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সব ছাত্র-জনতাকে।
প্রধান উপদেষ্টা সেনাসদর নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সৎ, নীতিনিষ্ঠ, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলীসম্পন্ন কর্মকর্তারাই উচ্চতর পদোন্নতির যোগ্য। একই সঙ্গে রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনের বিভিন্ন স্তরে যাঁরা সফল নেতৃত্ব প্রদান করেছেন, তাঁদেরকেই পদোন্নতির জন্য বিবেচনার নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে নিরলসভাবে সহায়তা করে যাচ্ছে। সেনাবাহিনীর এই অব্যাহত অবদানের জন্য সেনাপ্রধানসহ সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত হলে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনী পর্ষদের উদ্বোধনকালে উপস্থিত হয়ে সময় দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রধান উপদেষ্টা ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা