ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নতুন অর্থবছরের শুভ সূচনা, শেয়ারবাজারে আশার সঞ্চার

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ০২ ১৬:০৭:৪৪
নতুন অর্থবছরের শুভ সূচনা, শেয়ারবাজারে আশার সঞ্চার

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম কর্মদিবসেই দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে এক ঝলক সুবাতাস। আজ বুধবার (০২ জুলাই) উভয় স্টক এক্সচেঞ্জের সব সূচকই বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক আজ প্রায় ২৭ পয়েন্ট বেড়েছে, যা অর্থবছরের শুরুতেই একটি ইতিবাচক ইঙ্গিত। বিদায়ী অর্থবছরের শেষ কর্মদিবসে (সোমবার) ডিএসইর প্রধান সূচকটি ছিল সামান্য নেতিবাচক। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। তবে সিএসইতে সূচক ঊর্ধ্বমুখী হলেও লেনদেন তলানিতে নেমে গেছে। তবে উভয় বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে এবং বাজারে পুঁজির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, অর্থবছরের শুরুতেই এই ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। নতুন অর্থবছরে অর্থনৈতিক স্থিতিশীলতা, সরকারের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ এবং অনুকূল নীতিমালা বাজারের এই গতিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে বিনিয়োগের আগ্রহ তৈরি করবে এবং আগামী দিনগুলোতে বাজারের আরও ইতিবাচক পারফরম্যান্সের প্রত্যাশা বাড়িয়ে তুলবে।

আজ ০২ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৫.৩৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১৭.৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৭টির দর বেড়েছে, ৬৯টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৪২টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৩.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩১.৫৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩১.২২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত