ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
আদানির ৩৩৬ মিলিয়ন ডলার পরিশোধ, সারচার্জ মওকুফ ২০ মিলিয়ন ডলার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সরবরাহকৃত বিদ্যুতের বিল হিসেবে ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।
আদানি পাওয়ার জানিয়েছে, তারা বিলম্বে পরিশোধের জন্য ধার্য প্রায় ২০ মিলিয়ন ডলার সারচার্জ মওকুফ করেছে। এই মওকুফের শর্ত ছিল, ৩০ জুনের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে।
বিষয়টি নিয়ে পাওয়ার ডিভিশনের সচিব ফারজানা মমতাজ জানান, "মঙ্গলবার আদানিকে বকেয়া টাকা পরিশোধ করা হয়েছে। এই অর্থ পরিশোধ সম্ভব হয়েছে বিদ্যুৎ বিল পুনরুদ্ধার এবং অর্থ বিভাগের ভর্তুকি সহায়তার মাধ্যমে। তবে আর্থিক নিষ্পত্তি সত্ত্বেও এখনো কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব রয়েছে।"
গত ১৭ জুন আদানি পাওয়ার একটি চিঠির মাধ্যমে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের আহ্বান জানায়। তবে অন্তর্বর্তী সরকারের সীমিত ক্ষমতার কারণে বড় পরিসরের চুক্তি পুনর্বিন্যাস বা আলোচনা সম্ভব না হওয়ায় বিষয়টির দ্রুত সমাধান এখনও অনিশ্চিত রয়ে গেছে।
আদানি এনার্জি সল্যুশনস লিমিটেড (এইএসএল) ও আদানি পাওয়ার লিমিটেড (এপিএল)-এর এমডি অনিল সারদানা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের বিপুল বকেয়ার কারণে ভারতের ঝাড়খন্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। জুন মাসের মধ্যে বকেয়ার বড় অংশ পরিশোধ না হলে পরবর্তী মাস থেকে এই বিদ্যুৎকেন্দ্রে অবিচ্ছিন্ন উৎপাদন বজায় রাখা সম্ভব হবে না। ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে।
বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বৈদেশিক ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে সরকার রেকর্ড প্রায় ৪ বিলিয়ন ডলার ঋণের সুদ ও মূল পরিশোধ করেছে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়কালে উন্নয়ন সহযোগীদের কাছে মোট ৩.৭৮ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা