ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে ১২১ বাংলাদেশি আটক

২০২৫ মে ২৩ ১৮:২১:৩৮
ভারতে ১২১ বাংলাদেশি আটক

ডুয়া ডেস্ক: গত সাত দিনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসকারী ১২১ জন বাংলাদেশিকে আটক করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং অন্তত তিন বছর ধরে বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের সবাইকে আটক করে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিএসপি বালসান জানিয়েছেন, আটককৃতদের বেশিরভাগই রাজধানী দিল্লির বিভিন্ন বস্তিতে বসবাস করছিলেন। তাদের কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের প্রকৃত পরিচয় ও ঠিকানা যাচাই করতে পশ্চিমবঙ্গে একটি টিম পাঠানো হয়েছে।

ডিএসপির ভাষ্য, অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত ৮৩১ জনকে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়। তাদের মধ্য থেকে গত এক সপ্তাহে ১২১ জনকে আটক করা হয়েছে। সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে সহযোগিতা করায় পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ— তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন এবং ভুয়া পরিচয়পত্র তৈরি করতে সহায়তা করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে