ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যময় মৃ-ত্যু

২০২৫ মে ২৩ ১২:৪৬:১৪
আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যময় মৃ-ত্যু

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রী আনবার নাজাহ (২৬)–এর মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে। আটলান্টার ইমোরি জোন্স ক্রিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজাহ। তবে মৃত্যুর খবর না জানিয়েই তার স্বামী ডেভিড উ নিউবাই স্থানীয় একটি মুসলিম গোরস্থানে ১১ মে দাফন করেন।

নাজাহ ২০২৩ সালে ছাত্রী ভিসায় যুক্তরাষ্ট্রে যান এবং সাউদার্ন ইউটাহ ইউনিভার্সিটিতে ভর্তি হন। অনলাইনে দাবা খেলায় পরিচয়ের সূত্র ধরে ডেভিডের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে আটলান্টার জোন্স ক্রিক সিটিতে বসবাস করছিলেন তারা।

নাজাহর বাবা ঢাকার মিরপুরের বাসিন্দা জাকিউর রহমান জিতু জানান, ২ মে নাজাহ হাসপাতালে ভর্তি হন এবং ৩ মে ডেভিড ফোনে তাকে নাজাহর গুরুতর শারীরিক অবস্থার কথা জানান। এরপর ৯ মে পর্যন্ত তাদের মাঝে যোগাযোগ ছিল। কিন্তু ১২ মে ডেভিড জানান নাজাহর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ১১ মে। তবে মৃত্যুর খবরটি আগাম জানানো হয়নি।

স্থানীয় সামাজিক সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া’ ও ‘বাংলাধারা’র নেতৃবৃন্দ, সহপাঠীরা এবং প্রবাসী বাংলাদেশিরা এই মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, নাজাহর মৃত্যু স্বাভাবিক না-ও হতে পারে। প্রাথমিকভাবে মানসিক রোগের কথা বলা হলেও ডেথ সার্টিফিকেটে মৃত্যুর প্রকৃত কারণ কী ছিল তা জানা যায়নি। কারণ স্বামী ডেভিডই তার একমাত্র স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমতাবস্থায় বাংলাদেশ কমিউনিটির অনুরোধ যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের হস্তক্ষেপে যেন মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সম্ভব হয়।

প্রসঙ্গত, পাবনার ফেরিঘাট পাড়ার মেয়ে নাজাহ ছিলেন একজন প্রতিভাবান দাবা খেলোয়াড়ও। তার অকাল মৃত্যুতে বন্ধু, সহপাঠী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসী সমাজ মর্যাদাপূর্ণভাবে তার দাফন নিশ্চিত করতে ও সত্য উদঘাটনে সকলের সহায়তা কামনা করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে