ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নীতিগত অনুমোদন

মহার্ঘ্য ভাতা নিয়ে সুখবর

২০২৫ মে ২২ ২২:৩৬:০৪
মহার্ঘ্য ভাতা নিয়ে সুখবর

ডুয়া ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বাড়ানোর প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে জনপ্রশাসনবিষয়ক কমিটিতে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা পাবেন।

সবকিছু চূড়ান্ত হলে আগামী ১ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হতে পারে।

আগামী ২ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টার বক্তব্যে এ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "মহার্ঘ ভাতা দেওয়া বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।"

এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। একই দিন অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জনপ্রশাসনবিষয়ক কমিটির বৈঠকে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টার কাছে সার্বিক বাজেট অনুমোদন নেওয়ার সময় মহার্ঘ ভাতার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

সাধারণত প্রতি পাঁচ বছর পরপর একটি নতুন বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও সর্বশেষ বেতন স্কেল কার্যকর হয়েছে ২০১৫ সালের জুলাই মাসে। এটা ছিল অষ্টম বেতন স্কেল। এর পর থেকে নতুন কোনো বেতন স্কেল ঘোষণা করা হয়নি।

মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। তবে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে ২০২৩ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেওয়া শুরু হয়। যা এখনো চালু রয়েছে।

তবে নতুন বাজেটে মহার্ঘ্য ভাতা কার্যকর হলে এই বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হবে।

নীতিগতভাবে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন। এই ভাতা ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে।

এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮২ হাজার ৯৯০ কোটি টাকা। যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ। তবে কয়েক দফা পদোন্নতির কারণে সংশোধিত বাজেটে এ বরাদ্দ কিছুটা বেড়েছে। সাধারণভাবে প্রতি বছর এই খাতে বরাদ্দ ৬ থেকে ৮ শতাংশ হারে বৃদ্ধি পায়।

তবে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে মহার্ঘ্য ভাতা যোগ হওয়ায় বেতন-ভাতা বাবদ মোট বরাদ্দ প্রায় ৯৭ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।

গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার 'মহার্ঘ্য ভাতা' বাস্তবায়ন বিষয়ে প্রস্তাব খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে।

বিভিন্ন বৈঠক শেষে কমিটি গ্রেডভিত্তিক মূল বেতনের ১০ থেকে ২০ শতাংশ হারে ভাতা প্রদানের সুপারিশ করে। মূলত জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল। তবে তৎকালীন সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বর্তমানে নতুন অর্থবছরের বাজেট ঘিরে আবারও এই উদ্যোগকে এগিয়ে নেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে