ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

৩২ ঘন্টা ধরে অনশনে ঢাবি শিক্ষার্থী

২০২৫ মে ২২ ২০:২৫:৫৬
৩২ ঘন্টা ধরে অনশনে ঢাবি শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে গত বত্রিশ ঘন্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন তিনি। পরবর্তীতে তার সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাহতাপ ইসলাম যোগ দেন।

একইদিন রাতে অনশনরত বিন ইয়ামিনের অনশন ভাঙাতে আসেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। কিন্তু দাবি আদায় না হওয়ার পূর্বে অনশন ভাঙতে অস্বীকৃতি জানান তিনি।

পরবর্তীতে বৃহস্পতিবার (২২ মে) সকালে তার সাথে সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বলেন, বিন ইয়ামিনের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যালোচনা করে দেখবে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজ অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে প্রায় বত্রিশ ঘন্টার বেশি সময় ধরে অনশন পালন করে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বিন ইয়ামিন মোল্লা। তার সাথে কথা বলতে চাইলেই তিন দুর্বলতার কারণে কথা বলতে পারেননি। তার সহযোগীরা জানিয়েছেন ঝড়–বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে তাকে।

জানা গেছে, ইতিমধ্যেই জুলাই ঐক্য, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ সহ বেশ কিছু ছাত্রসংগঠনের নেতারা এসে বিন ইয়ামিনের অনশনে সংহতি জানিয়েছেন। পাশাপাশি ঢাবি শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এই অনশনে সংহতি জানিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে